ঝন্টের ঝামেলা

ঝন্টের ঝামেলা
আলী হোসেন

এই ব্যাটা ঝণ্টে, তোর স্লেট কোনটে
ধর কষে বাগিয়ে
লেখ ‘ক’, খুব মন লাগিয়ে।

‘ক’ লিখতে ‘ব’ লিখে, হল সে হাজির
হতভাগা এত বড়, পা-ঝাড়া পাজির।
রেগে গিয়ে শিক্ষক, কেশে বলে খক খক
এই তোর ‘ক’!
দেখাচ্ছি মজা, এই বেলা চ’।

উত্তরে ঝন্টে,
বলে বা! ভুল হল কোনটে
‘ক’ লিখতে ভুলে গেছি ‘ব’এ দিতে আঁকড়া
রাগ যদি না করেন, খেতে দেব কাঁকড়া।

রেগে-গিয়ে শিক্ষক, মাথায় দিল গাঁট্টা
চোখ মোটা করে বলে, মোর সাথে ঠাট্টা!
১৭/০৩/১৯৯৪
‘বোধন’
সাহিত্য পত্রিকা
২৭/০২/১৯৯৮

Comments

Popular Posts