ভার্চুয়াল রোযাকে

আলী হোসেন

মাছে-ভাতে বাঙালি
আড্ডার বাঙালি,
দেখা যেত কফি-শপে
কিম্বা কোন রোয়াকে,
চিনে নিত বিশ্ব
চেনা যেত এভাবে
বাঙালির পরিচয়
এভাবেই দেওয়াতে।
আজ তার পরিচয়
অনেকটা পাল্টে
বাঙালি সে মজে আছে
রোলে আর চাউ-এতে,
ফিসফ্রাই এগরোল
ঢুকে গেছে মেনুতে
শিশুরাও মজে আছে
নেটিং আর গেমেতে।

রোয়াকের আড্ডাটা
উঠে গেছে কাফেতে
কাফেগুলি মজে আছে
নেটিং-এর খোয়াবে,
নেটে বসে একাকী
চ্যাটিং-এর কারনে
পরিনত হয় কাফে
ভার্চুয়াল রোয়াকে।

দুরে থাকা বন্ধুরা
ঘরে ঢোকে ক্ষণিকে
ওয়েভ ক্যাম আছে তাই
ঢোকে তারা সটানে
বিশ্বটা জড় হয়
ভার্চুয়াল রোয়াকে
মাউসের ক্লিকে বা
কীবোর্ডের বাটনে।

**********

Tuesday, January 27, 2009
5:18:16 PM

Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96


Phone: 9432983876


অন্য শাব্দিক
০৫/০২/২০০৯
প্রকাশিত হয়েছে { 26 April 2009



Comments

Popular Posts