ভাবা তাই ফালতু!

ভাবা তাই ফালতু!
আলী হোসেন

মোরগের ডাকে যদি ঘুম ভাঙে আর,
সন্ধ্যার আগে ফেরা অভ্যাস যার,
সামনের দিন নাকি উজ্জ্বল তার।
                             ঠাকুমাটা... ফালতু।
বন্ধুর এস এম এস-এ জেগে দশটায়,
বাথরুমে হেসে হেসে পপ যে গায়,
স্মার্ট বলে জেনো সক্কলে তার।
                            জানেনা মা... ওয়াক-থু!

ফাস্টফুড মুখে গুজে স্যুটবুট পায়,
মোবাইল হাতে নিয়ে স্কুলে যায়,
বন্ধুরা একেই তো আপ-ডেট কয়!
                      মোবাইল ... জয়োস্তু!

মোবাইলের ক্লিপে থ্রিজিপি-র খেলাতে,
নগ্নতার পাঠ নেয় রাত্রির বেলাতে,
প্রাপ্ত-বয়স নাকি এভাবেই হয়!
                        বাবা কয়... তথাস্তু!

এভাবেই শেষ হবে কৈশোরের স্বপ্ন?
কেউ বলে কেন হবে এ তো দুঃস্বপ্ন
কেউ বলে একেই তো লেবারেল কয়!
                          ভাবা তাই ... ফালতু!






Saturday, January 24, 2009
9:43:04 PM

Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96


Comments

Popular Posts