আমার রক্ত মাটি করে

আমার রক্ত মাটি করে
আলী হোসেন

ছাত্র পড়াই স্কুলে নয়,
ভাড়ার ঘরে
পয়সা যা পাই বেশ চলে যায়
খেয়ে-পরে
আব্বু বলে দুঃখ করে
‘লাভ কী হল লিখে পড়ে?
চাকরি যদি নাই-বা পেলি
বৃথাই তো তুই কলেজ গেলি
আমার রক্ত মাটি করে
সময় নষ্ট করলি খালি’

বোঝাই বলুন কেমন করে
দুঃখ আমার গেছে মরে
বাসতে ভালো শিখেছি আজ
রাম-রহিমকে আপন করে।

***************
উত্তর ২৪ পরগনা
শারদীয়া সংখ্যা – ১৪০৫
১১ ই আশ্বিন


Comments

Popular Posts