বিবেক বাণী

বিবেক বাণী
আলী হোসেন

বিবেক করে যাত্রা শুরু
বিবেক বলে আয়,
লিখবে কচি লিখবে কাঁচা
হাটবে ছোট্ট পায়।

হাটবে টোলবে নকল করবে
হোচট খাবে পায়,
টোলতে টোলতে পৌছে যাবে
বিবেক যেথা চায়।

বিবেক বলে বিবেকি হও
দেশকে ভালোবাসো,
নিজের লেখায় দেশকে হাসাও
এবং নিজে হাসো।

তোমার লেখায় জাগুক মানুষ
কাটুক নেশা কাটুক,
ধর্ম-জাতের বেড়া ভেঙে
মানুষ হয়ে উঠুক।

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল
০৪/০৭/২০০২


Comments

Popular Posts