পেটের অসুক
পেটের অসুক
আলী হোসেন
পেটের অসুখ, ভাবেন কেন!
অর্থ নেই?
ছোট্ট সোনা ক্লান্ত বড়
চলাফেরার শক্তি নেই?
বলছি শুনুন,
ডাবেল জল আর ভাতের ফ্যান
বাড়িতে কি একটু নেই?
নিয়োমিত খাইয়ে দিন
হবে নাকো শরীর ক্ষীণ
খোকন সোনার জীবন-নাশের
একরত্তি শঙ্কা নেই।
এ সবের কিচ্ছু নেই?
তবু চিন্তার কারণ নেই।
এক চিমটি লবন নিন
চামচ-খানি চিনি দিন
এক গ্লাস খাওয়ার জলে
বিশেষ-শরবত বানিয়ে নিন।
সঙ্গে নরম খাবার দিন
ভাত ডাল বা পেঁপে নিন
বুকের দুধের তুল্য নেই
এই জগতে জেনে নিন
তবু যদি বমি হয়
গায়ের চামড়া ঢিলে হয়
তক্ষুনি কী করণীয়
শুনতে বড় ইচ্ছে হয়?
বলছি একটু শুনে নিন
বিশেষ শরবত খাইয়ে দিন
চটজলদি খোকন সোনার
স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দিন।
১৭/০২/১৯৯৯
চড়ুই গাছি।
Comments
Post a Comment