ইচ্ছে

ইচ্ছে
আলী হোসেন

বকবকুম ঐ পায়রা
তুই হ’না মোর ভায়রা
চল নিয়ে তোর পিঠে
চাই যেথা আমি  যেতে
তোরে দেবো খেতে মণ্ডা
আর দেব ঐ মিঠে।
না-হয় তোর ডান
দে করিস নে তুই মানা
আমি যাব অনেক দূরে
আমি আসবো ভূবন ঘুরে
তুই দে’না তোর ডানা
তুই করিস নে আমার মানা
হয় যাব ওই চাদে
নয় যাব ওই ঘানা

উড়ে যাব করে বন-বন
পৌঁছাবো ওয়াশিংটন
বলবো আমি করে ত্বরা
যে হচ্ছে ঐ প্রস্তুত
করতে ধ্বংস এই ধরা।

পরে আসবো উড়ে মস্কো
গায়ে দিয়ে গেঞ্জি কস্কো
বলবো, ছাড়ো ঐ বায়না
আর তো সওয়া যায় না
মেলো দুই শক্তি
মনে নিয়ে অতি ভক্তি
বাঁচাও এই বিশ্ব
হয়ে শান্তির দুই শিস্য
আছ চেয়ে নিয়ে আশা
যত শান্তির আছে বাসা।

হবে মিলন হবে বন্ধন
নয় হিংসার, জেনো শান্তির
যাবে ঘুচে সব কোন্দল
হবে দূর যত ক্লান্তির।

************

১৩/১০/১৯৮৬
চড়ুইগাছি




Comments

Popular Posts