জয়ের হাতের জীয়নকাঠি
জয়ের হাতের জীয়নকাঠি
আলী হোসেন
জয়ের হাতের জীয়নকাঠি
হচ্ছে পড়ে শুধুই মাটি
চোখ নেই কো কারও
তাই তো বাজার চড়া দরে
তুললো সেটা আপন ঘরে
বাংলা এখন শ্মশানভূমি
চোখ থাকলে দেখতে তুমি
জয় দেখেছে আরও
খুন জখম আর রাহাজানি
মান হারালো জ্ঞানী-মানী
বামের পোয়া বারো
জয়ের হাতের জীয়ন-কাঠি
খাঁটি সোনার চাইতে খাঁটি
বাজার জানে আরও
এই কাঠিরই ছোঁয়ায় এবার
বাম জমানা কব্জা নেবার
সময় বলতে পারো
কিন্তু বাজার মনে রেখো
সোজা চোখে দেখতে শেখো
ঠান্ডা ঘরের মধ্যে বসে না
জয় কবিয়াল তুমিও শোনো
মাস মাহিনার টাকা গোনো
গ্রামের নামে মিথ্যা বোলো না
গ্রামের পথে পিচের কালো
রাতের বেলা বিজলী আলো
পৌঁছে গেছে মিথ্যা কথা না
খাল নদীতে নেইকো সাঁকো
ব্রিজ চড়েছে দেখতে থাকো
স্বপ্ন তোমার সফল হবেনা
সর্বপরি লেখাপড়ায়
বলছি শোনো ছন্দে ছড়ায়
গ্রাম কিন্তু পিছিয়ে থাকছে না।
মাধ্যমিকের মেধার ডালি
থাকছে না-তো মোটেই খালি
শহরই কেবল এগিয়ে যাচ্ছে না
নিন্মবর্গ নিচেতে নেই
হাত পাকিয়ে রাজনীতিতেই
মুখ তুলছে ভয়-তো পাচ্ছে না
তারাই আছে বামের সাথে
উত্থান-পতন এদের হাতে
এরা থাকলে বাম তো যাবে না
*****---*****
২০০৮
Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96
Phone: 9432983976
Comments
Post a Comment