কংক্রিটের জয়!

কংক্রিটের জয়!
আলী হোসেন

গ্রামের শেষের চাষের মাঠ চাষার দেখা নাই,
জমির মালিক পালটে গেছে প্রমোটারের তাই

হাল ও বলদ ব্রাত্য সে আজ ট্রাকের চাকাতেই
শোল-জিওলের নেই কো দেখা গ্রামের জলাতেই

মাঠের আলে খেজুর গাছে শিউলি কোথায় আজ
থাকবে কেন মাঠে যে আজ নেইতো খেজুর গাছ

মাঠগুলো আজ বৃদ্ধ কেবল টাক পড়েছে তাই
আলগুলি আজ শীর্ণ যেন তাল-পাতার সেপাই

খেজুর গাছ কুলের সারি দাঁড়িয়ে যেতাম সারে
গাছগুলি সব নুয়ে যেত লাল-সবুজের ভারে

কাঠবিড়ালী দাঁত ফুটিয়েই খাইতো কাঁচা কুল
ভাবতে গিয়ে বিষম খেতাম করছে ভেবে ভুল

আমিই যদি কাঠবিড়ালী হতাম তোমার মত
কাঁচা ফেলে পাকা-ই খেতাম চালাক ছেলের মত

কাঠবিড়ালী কাঠবিড়ালী শিখলে গাছে চড়া
কেমন করে দিলে বলে দিতাম তালের বড়া

এসব কথা ভাবাই সবার স্বপ্ন মনে হয়
গাছ কেটে সব হচ্ছে শহর কংক্রিটের জয়।

-------***------


January 17, 2009
5:44:03 PM


Ali Hossain
H/O : Asraf Ali Nasker
Brahmapur, Battala Bazar
( Near Post Office )
Kolkata-7000 96


Comments

Popular Posts