মশার জ্বালা

মশার জ্বালা
আলী হোসেন

কলের পাশে জমলে জল
বাধবে বাসা মশার দল
রোগজীবাণু অবশ্যই
বদ্ধ হয়ে থাকলে জল
ভীষণ হবে তা’র ফল
ফুটবে মশা অবশ্যই।
মশার কামড় বাপরে বাপ
আসবে জ্বর থাকবে কাঁপ
ম্যালেরিয়ার দাপট ওই
শীর্ণ শরীর নেই-কো মাপ
সইবে না-তো কাজের চাপ
বাঁচতে চাও উপায় কই?

জমলে জল সরিয়ে দাও
শোষক-গর্ত বানিয়ে নাও
ঝোপ-জঙ্গল অবশ্যই
গ্যাস-পাইপে নেট লাগাও
রক্ত চেক-আপ করিয়ে নাও
টীকা লাগাও অবশ্যই।

****---****

বিজ্ঞান মেলা
উৎসব সংখ্যা - ১৯৯৭










Comments

Popular Posts