প্রশ্ন ফাস

প্রশ্ন ফাস
আলী হোসেন

প্রশ্ন হল ফাস
বন্ধ প্রায় শ্বাস
কোথায় গেলে পারো!
না যদি দাও এনে
গলায় দেব ফাঁস
আমি ডিমেক্রন খাব।
বাপ ভেবে তাই কয়
করিস নে মা ভয়
কোথায় গেলে পাবো?
যে-টাকা নেয় নেবে
পাই না তাতে ভয়
সেথায় আমি যাব।

মা ভেবে হয় সারা
প্রশ্ন ফাসায় যারা
আহা! কেমন তারা ভালো
প্রশ্ন পেলেই হাতে
খোকা পাগল পারা
মোদের মুখ করবে আলো

*************
লালন
বইমেলা সংখ্যা
জানুয়ারি – ১৯৯৮


Comments

Popular Posts