পারের কড়ি
পারের কড়ি
আলী হোসেন
রবি সবার রবি ঠাকুর
সবার মাঝেই আছে
রবির কিরণ ছাড়া কি কেউ
একটু খানিও বাঁচে?
রবির কিরণ বিনা যেমন
জীব-শূন্য ধরা
রবি কবির ছোঁয়া বিনা
আমরা তেমন মরা।
মোদের জীবন বোধের গায়ে
রবির কিরণ লেগে
আমরা মানুষ মানুষ হোলাম
উঠলো বিবেক জেগে।
সকাল সাঝে নিত্য-কাজে
সংশয়ে সংকটে
রবিই সবার ভরসা সদা
পারের কড়িও বটে।
***************
রবীন্দ্রনাথের একশো
পঁয়তাল্লিশ-তম জন্ম-উৎসব উপলক্ষ্যে রচনা।
16-Apr-09
Ali Hossain
H/O : Asraf Ali Naskar
Brahmapur, Battala Bazar,
(Near Post Office)
Kolkata 700096
Comments
Post a Comment